ইসলামপুরে বজ্রপাতে দাদা নাতিসহ ৩ জনের মৃত্যু

প্রকাশিতঃ 5:52 pm | October 03, 2021

কালের আলো সংবাদদাতা:

জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে দাদা-নাতিসহ তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার কান্দারচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সুন্দর আলী (৬৫) ও তার নাতি রফিক মিয়া (১৪) এবং মোফাজ্জল হোসেনের ছেলে মোশাররফ (৪৬)।

স্বজনরা জানা, তারা কৃষি কাজ করতে গিয়ে বজ্রপাতের কবলে পড়ে দাদা সুন্দর আলী ও তার নাতি রফিক মিয়া মারা যান। অপরজন মোশারফ মিয়া আহত হন।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রফিক মিয়া জানান, বজ্রপাতে আহত মোশারফকে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়ার থিমধ্যে মোশারফ মারা যান।

কালের আলো/টিআরকে/এসআইএল