বিশ্বকাপ মিশনে আজ রাতে ঢাকা ছাড়বে টাইগাররা

প্রকাশিতঃ 1:26 pm | October 03, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে রোববার (৩ অক্টোবর) রাতে ঢাকা ছাড়বে টাইগাররা। বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ওমানের রাজধানী মাস্কাটের উদ্দেশ্যে আকাশে উড়বে মাহামুদউল্লাহরা।

করোনা নিয়ম মেনেই দেশ ছাড়ার আগে গতকাল শনিবার (৩ অক্টোবর) কোভিড টেস্ট হয়েছে পুরো দলের। শনিবার রাত ১১টা পর্যন্ত মেইলে সবার কোভিড টেস্টের রিপোর্ট হাতে না আসায় বিসিবি প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে পারেননি।

তবে কোভিড টেস্ট যে হাসপাতাল থেকে করা হয়েছে, তাদের কাছ থেকে মৌখিকভাবে জেনেই বলেছেন, সবাই নেগেটিভ। কাজেই ধরেই নেয়া যায়, দেশ ছাড়ার আগে ১৫ ক্রিকেটার, ২ জন রিজার্ভ ক্রিকেটার, নির্বাচক হাবিবুল বাশার সুমন, লজিস্টিক ম্যানেজার সাব্বির খান, মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম, প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী, ম্যাসেজম্যান সোহেল ও সাপোর্র্টিং স্টাফ সবাই নেগেটিভ। তাই রোববার আর কারো বিমানে উড়তে কোন সমস্যা নেই। সব কিছু ঠিক থাকলে রোববার রাতেই সবার একসঙ্গে হবে ওমান যাত্রা।

এদিকে সাকিব আর মোস্তাফিজ আইপিএল খেলায় ব্যস্ত। দেশে যারা আছেন তারা ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন করেছেন। তবে দলগত অনুশীলন বা টি-টোয়েন্টি বিশ্বকাপের সত্যিকার প্রস্তুতি শুরু হয়নি এখনো। সেটা ওমান গিয়েই হবে।

ওমানে পৌঁছে ৪ অক্টোবর কোয়ারেন্টাইন পালন করতে হবে পুরো দলকে। ৫, ৬ ও ৭ অক্টোবর দুপুর দেড়টায় ওমানে অনুশীলন করবে বাংলাদেশ। এরপর ৯ অক্টোবর দল উড়াল দেবে সংযুক্ত আরব আমিরাতে। সেখানে ১০ তারিখে কোয়ারেন্টাইন শেষে ১১ তারিখে অনুশীলনে নামবে টাইগাররা। পরের দিন অর্থাৎ ১২ তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্ততি ম্যাচ। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় দুপুর ২টায়। ১৩ অক্টোবর আবার অনুশীলনের পর ১৪ তারিখ দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড।

দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ১৫ তারিখ ওমান ফিরে যাবে বাংলাদেশ দল। ১৬ অক্টোবর ফ্লাডলাইটের আলোর নিচে অনুশীলন। ১৭ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়। এরপর ১৯ অক্টোবর প্রথম পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ওমানের মুখোমুখি হবে টাইগাররা। ২১ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। এই ম্যাচটি হবে স্থানীয় সময় দুপুর ২টায়।

কালের আলো/টিআরকে/এসআইএল