মা হারালেন ফোকসম্রাজ্ঞী মমতাজ
প্রকাশিতঃ 2:40 pm | September 30, 2021

শোবিজ ডেস্ক, কালের আলোঃ
ফোকসম্রাজ্ঞী মমতাজ বেগমের মা উজালা বেগম আর নেই। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানা গেছে।
অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন মমতাজের মা। চলতি বছরের এপ্রিলে মায়ের উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতেও নিয়ে গিয়েছিলেন ফোকসম্রাজ্ঞী। অবশেষে আজ তিনি না ফেরার দেশে চলে গেলেন।
জানা জায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন উজালা বেগম। এছাড়া লিভারজনিত সমস্যা ছিল তার। হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বৃহস্পতিবার বাদ আসর মমতাজের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নে বাউল কমপ্লেক্সে জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হবে।
গত সপ্তাহে মায়ের অসুস্থতার কথা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন মানিকগঞ্জ-২ আসনের এই সংসদ সদস্য।
মমতাজ লেখেন, ২ সেপ্টেম্বর থেকে মাকে নিয়ে হাসপাতালে হাসপাতালেই আছি। এর মধ্যে একটা জিনিস খেয়াল করেছি, আমার ধারনার চেয়েও মানুষ আমাকে বেশি ভালোবাসেন। আমার এলাকার মানুষ ও আমার সকল ভালোবাসার মানুষ গুলো প্রতিদিন আমার পাশে থেকে সকল ধরনের সহযোগিতা করে আমাকে আরও বেশি ঋণী করে ফেলেছেন। আমি সবার কাছে আমার মায়ের জন্যে দোয়া চাই। তবে চিকিৎসক বলেছেন হাসপাতালে লোকের ভিড় কমিয়ে তাদেরকে সঠিক সেবা করার সুযোগ করে দিতে। কেউ মনে কষ্ট নেবেন না, দূর থেকে সবাই দোয়া করবেন মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।
চলতি বছরের এপ্রিলে মায়ের উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে ভারতে গিয়েছিলেন ফোকসম্রাজ্ঞী। মমতাজের বাবা ছিলেন বিখ্যাত বাউলশিল্পী মধু বয়াতী।
কালের আলো/টিআরকে/এসআইএল