দেশে এলো সিনোফার্মের আরও ৫০ লাখ টিকা

প্রকাশিতঃ 12:00 pm | September 23, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

চীনের সিনোফার্মের আরও ৫০ লাখ ডোজ টিকা দেশে এসেছে। বুধবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এগুলো ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান স্বাস্থ্য বিষয়ক সমন্বয়ক ডা. আবু জাহের বিমানবন্দর থেকে এগুলো গ্রহণ করেন।

দেশে চলতি বছরের ২৭ জানুয়ারি করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

কালের আলো/এসবি/এমএইচএ

Print Friendly, PDF & Email