দুর্গাপূজায় তিন কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিতঃ 7:30 pm | September 20, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

আসন্ন দুর্গাপূজায় তিন কোটি টাকার আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পক্ষে মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস অনুদানের চেক হস্তান্তর করেন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস।

তিনি জানান, হিন্দু কল্যাণ ট্রাস্টের সচিব ডা. দিলীপ কুমার ঘোষের কাছে প্রধানমন্ত্রীর পক্ষে অনুদানের চেক হস্তান্তর করেন ড. আহমদ কায়কাউস ।

কালের আলো/এসবি/এমএম