‘কোন শক্তিই জিয়াউর রহমানের আদর্শকে মুছে ফেলতে পারবে না’
প্রকাশিতঃ 1:29 am | January 20, 2018
স্টাফ করেসপন্ডেন্ট| কালের আলো:
কোন শক্তিই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ মুছে ফেলতে পারবে না, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক জ্বালানী প্রতিমন্ত্রী এ.কে.এম.মোশাররফ হোসেন এফসিএ।
তিনি বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তাঁর আদর্শকে বুকে ধারণ করে বিএনপি’র নেতা-কর্মীদের ভোটারবিহীন সরকারের পতন নিশ্চিত করতে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।
শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র কার্যালয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা কাজী রানা, শাহ শিব্বির আহমেদ বুলু, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আতিক, ফরিদা ইয়াসমীন প্রমুখ।
সভাপতির বক্তৃতায় দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ বলেন, শহীদ জিয়াউর রহমানের পরিবারের ওপর সরকার মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালাচ্ছে।
মায়ের মৃত্যুবার্ষিকীর দিনেও মিথ্যা ও সাজানো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সনকে আদালতে হাজিরা দিতে হয়েছে।
এসবের বিরুদ্ধে জিয়ার সৈনিকদের রুখে দাঁড়াতে হবে। রাজপথে ঐক্যবদ্ধ থেকে অবৈধ সরকারকে বিদায় করতে হবে।
কালের আলো/এএ