মডার্নার টিকাসহ গ্রেফতার বিজয় কৃষ্ণ রিমান্ডে

প্রকাশিতঃ 12:52 pm | August 23, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ

রাজধানীর দক্ষিণখানের ‘সেবা সংস্থা’ নামে একটি ক্লিনিক থেকে মডার্নার উদ্ভাবিত করোনা প্রতিরোধী ভ্যাকসিনের দুটি ভায়াল ও আরও কিছু খালি ভায়ালের প্যাকেটসহ গ্রেফতার ক্লিনিকের মালিক বিজয় কৃষ্ণ তালুকদারের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৩ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালত রিমান্ডের আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে তথ্য জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার (১৯ আগস্ট) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর দক্ষিণখান থানায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে ২৩ আগস্ট রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন।

বুধবার (১৮ আগস্ট) রাতে তাকে গ্রেফতার করে দক্ষিণখান থানা পুলিশ। এ সময় ক্লিনিকটি থেকে মডার্নার দুটি অ্যাম্পুল পাওয়া যায়। যার একটির মধ্যে টিকার আইসিক ছিল। এছাড়া মডার্না টিকার খালি বক্স পাওয়া যায় ২২টি। এ ঘটনায় দক্ষিণখান থানায় বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়।

কালের আলো/টিআরকে/এসআইএল