রাজধানীতে উচ্চবিত্ত পরিবারের ১০ তরুণ-তরুণী গ্রেপ্তার
প্রকাশিতঃ 9:35 pm | August 21, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
রাজধানীর বনানী, উত্তরা, বনশ্রী ও খিলগাঁও থেকে ১০ তরুণ-তরুণীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর তথ্য মিলেছে। জানা গেছে, উচ্চবিত্ত পরিবারের সন্তান তারা।কিন্তু ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথ (আইস) ও ইয়াবা বিক্রি করেন তারা। পাশাপাশি আইস সেবনও করেন এই তরুণ-তরুণীরা।
শনিবার (২১ আগস্ট) তেজগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক ফজলুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, ১০ সদস্যের এই দলটির প্রত্যেকেই ধনাঢ্য পরিবারের সন্তান। তাদের মধ্যে কেউ কেউ বিদেশে উচ্চশিক্ষা শেষে ফিরেছেন দেশে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানাচ্ছে, ৫০০ গ্রাম আইস থেকে ১ লাখ ইয়াবা তৈরি করা সম্ভব। গতকাল শুক্রবার থেকে শনিবার পর্যন্ত অধিদপ্তর এই অভিযান চালায়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আলাদাভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আটটি মামলা করবে।
মাদক অধিদপ্তরের কর্মকর্তা মেহেদী হাসান বলেন, তাদের প্রত্যেকের সাত-আটজন করে বাঁধা ক্রেতা আছে। তারা ১ গ্রাম আইস ১০ থেকে ১২ হাজার টাকায় কেনাবেচা করতেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কেমিস্ট শফিকুল ইসলাম সরকার জানান, ক্রিস্টাল মেথ বা আইস ইয়াবার চেয়ে ২০ গুণ শক্তিশালী।
মাদক কর্মকর্তারা বলছেন, এই মুহূর্তে ইয়াবার চেয়ে তারা অভিযানে ক্রিস্টাল মেথ বা আইস পাচ্ছে বেশি। এটি দেখতে তালমিছরির মতো এবং ১ গ্রাম আইস দিয়ে ৫০০ ইয়াবা তৈরি করা সম্ভব।
অধিদপ্তরের কর্মকর্তারা জানান, তারা বনানী, গুলশান, বারিধারাসহ রাজধানীর অভিজাত এলাকায় মাদক বিক্রি করে আসছিলো। এদের মধ্যে দুজন নারী মাদকব্যবসায়ী আছে। গ্রেপ্তার প্রত্যেকে অভিজাত পরিবারের। মাদক আইসের নেটওয়ার্ক ধরতে আটকদের রিমান্ডে নেয়ার কথা জানান কর্মকর্তারা।
কালের আলো/আরএস/এমএইচএস