তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে পরীমণি
প্রকাশিতঃ 3:37 pm | August 21, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ
রাজধানীর বনানী থানার দায়ের করা মাদক মামলায় বহুল বিতর্কিত চিত্রনায়িকা পরীমণিকে তৃতীয় দফায় রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শনিবার (২১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম এই আদেশ দেন।
এর আগে বৃহস্পতিবার (১৯ আগস্ট) তৃতীয় দফায় বহুল বিতর্কিত চিত্রনায়িকা পরীমণির একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড শেষে শনিবার (২১ আগস্ট) দুপুর পৌনে ১২টায় তাকে আদালতের হাজতখানায় নেওয়া হয়।
এ সময় তাকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা।
আবেদনে বলা হয়, আসামির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাইয়ের স্বার্থে এবং আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে, এজন্য তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন।
এরপর শুনানির জন্য বিকেল পৌনে ৩টায় পরীমণিকে সিএমএম আদালতের হাজতখানা থেকে এজলাসে উপস্থিত করা হয়। তবে আসামিপক্ষে আইনজীবী কোনো জামিন আবেদন করেননি। তাই তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিকেল ৩টার আগেই শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
প্রসঙ্গত, গত ৪ আগস্ট বিকেল ৪টার পরপরই বনানীর ১২ নম্বর রোডের পরীমণির বাসায় অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় পরীমণির বাসা থেকে ১৮.৫ লিটার বিদেশি মদ, চার গ্রাম আইস, এক স্লট এলএসডি এবং একটি পাইপ উদ্ধারের কথা বলা হয়। এরপর বিভিন্ন ধাপে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশের তদন্ত বিভাগ ও সিআইডি।
কালের আলো/টিআরকে/এসআইএল