উজি পিস্তল নিয়ে জবানবন্দিতে যা বললেন মডেল পিয়াসা
প্রকাশিতঃ 3:09 pm | August 20, 2021

শোবিজ ডেস্ক, কালের আলো:
বিতর্কিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা। অভিযোগ আছে, দিনে ঘুমান আর রাতে রাণী হন নানা বিত্তবানের। সোশ্যাল মিডিয়ায় উজি অস্ত্রহাতে তার একটি ছবি ভাইরাল হয়েছে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) সিআইডির তিনদিন রিমান্ড শেষে আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে পিয়াসা অত্যাধুনিক সেই অস্ত্রটির বিষয়ে মুখ খুলেছেন।
পিয়াসা বলেন, যে উজি অস্ত্র হাতে নিয়ে তিনি ছবি তুলেছিলেন, সেটার মালিক ইনডেক্স গ্রুপের এমডি সাফিউল্লাহ আল মুনির ওরফে ইনডেক্স মুনির। ছবিটিও মুনিরের অফিসে তোলা।
সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জবানবন্দিতে উজি অস্ত্রের উৎসের পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন পিয়াসা। সিআইডির জেরায় তিনি ফাঁস করেছেন অনেকের নাম। যারা তার সিন্ডিকেটে কাজ করেছেন। গরুর পেটে হীরা পাচার, মধ্যপ্রাচ্যে নারীর পাচার, দেশ থেকে অর্থ পাচারসহ বিভিন্ন তথ্য দিয়েছেন তিনি। এমনটাই জানা গেছে সূত্রে।
কালের আলো/আরএস/এমএইচএস