রাজধানীতে কোটি টাকার আইস ও ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৯
প্রকাশিতঃ 5:12 pm | August 18, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
রাজধানীতে উচ্চক্ষমতাসম্পন্ন মাদক আইস (ক্রিস্টাল মেথ) ও বিপুল পরিমাণ ইয়াবাসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে অভিযান চালিয়ে মোহাম্মদপুর ও যাত্রাবাড়ী এলাকা থেকে ৭ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে আধা কেজি আইস ও ৬৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।
একই দিনে যাত্রাবাড়ীর শনির আখড়ায় অপর এক অভিযানে ২৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা মিরপুর বিভাগ।
বুধবার (১৮ আগস্ট) রাজধানীর মিন্টো রোডের ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে সংবাদ সম্মেলন করা হয়।
ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান এ কে এম হাফিজ আক্তার বলেন, ডিবি গুলশান বিভাগের উপকমিশনার মশিউর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে মাদক বেচাকেনার সঙ্গে জড়িত নয়জনকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে আইস ও ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি বলেন, মিয়ানমার থেকে আসা আইস কক্সবাজার থেকে ট্রাকে করে চট্টগ্রাম হয়ে কুমিল্লায় আসে। সেখান থেকে প্রাইভেট কারে বহনকারীরা তা ঢাকায় নিয়ে আসে। আইস শক্তিশালী মাদক। এটি সেবন করলে হার্ট অ্যাটাক ও স্ট্রোক হতে পারে। বিত্তবান ও তাদের সন্তানেরা দামি মাদক আইস সেবন করে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ক্রেতা ও বহনকারী রয়েছে। তিনি আরও বলেন, ইয়াবা ও আইস অবিচ্ছেদ অংশ। যারা ইয়াবার কারবার করে, তারাই আইসের কারবারে জড়িত। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে মূল হোতাসহ করে পুরো চক্রকে গ্রেপ্তার করা হবে।
কালের আলো/আরএস/এমএইচএস