পরীমণির জামিন চেয়ে আবেদন, শুনানি বুধবার
প্রকাশিতঃ 2:42 pm | August 16, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ
রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হওয়া মামলায় চিত্রনায়িকা পরীমণির জামিন আবেদন করেছেন তাঁর আইনজীবী।
সোমবার (১৬ আগস্ট) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ জামিন আবেদন করেন তাঁর আইনজীবী মজিবুর রহমান। শুনানির জন্য আগামী বুধবার (১৮ আগস্ট) দিন ধার্য করেছেন আদালত।
আইনজীবী মজিবুর রহমান জামিন আবেদনের বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ আমরা ঢাকা মহানগর হাকিম (সিএমএম) রেজাউল করীম চৌধুরী বরাবর পরীমণির জামিন আবেদন করি। আদালত জামিন শুনানি না দিয়ে আগামী (১৮ আগস্ট) শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন।
এর আগে, গত ১৩ আগস্ট দ্বিতীয় দফার রিমান্ড শেষে পরীমণি ও তার সহযোগী দিপুকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ৪ আগস্ট সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরীমণিকে তার বনানীর বাসা থেকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানে নতুন মাদক এলএসডি, মদ ও আইস উদ্ধার করা হয়। তার ড্রয়িংরুমের কাভার্ড, শোকেস, ডাইনিংরুম, বেডরুমের সাইড টেবিল ও টয়লেট থেকে বিপুল পরিমাণ মদের বোতল উদ্ধার করা হয়। এরপর রাত ৮টা ১০ মিনিটে পরীমণিকে তার বাসা থেকে একটি সাদা মাইক্রোবাসে র্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়।
পরে র্যাব বাদী হয়ে রাজধানীর বনানী থানায় পরীমণি ও তার সহযোগী বিপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় দায়ের করেন। মামলার পর রাত ৮টা ২৪ মিনিটে পরীমণি ও তার সহযোগীকে আদালতে হাজির করা হয়। এরপর বনানী থানার মামলার তাদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
একই দিন ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদের আদালত মামলার এজাহার গ্রহণ করে আগামী ১৫ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন। এরপর সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে এ মামলায় গত ১০ আগস্ট পরীমণি ও তার সহযোগী দিপুর দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
কালের আলো/টিআরকে/এসআইএল