ময়মনসিংহে পৃথক অভিযানে ৩ ডাকাতসহ আটক ৪

প্রকাশিতঃ 11:04 pm | January 18, 2018

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহে পৃথক অভিযান চালিয়ে তিন ডাকাত সদস্য ও এক মাদক বিক্রেতাকে আটকের পর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের বেলতলী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে সজল (৫০), বুলু (৩৫) ও রফিককে (৩৩) নামে তিনি ডাকাত সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি রামদা, রড, স্টিলের পাইপ ও চাকু জব্দ করা হয়। এরমধ্যে সজল দু’টি মামলা ও বুলু একটি জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

একই সময়ে শম্ভুগঞ্জ এলাকা থেকে আব্দুল আলিম (৩২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২শ গ্রাম হেরোইন ও ১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আটক আব্দুল আলিমের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলায়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ে করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।