টুর্নামেন্টে না খেলেই ফিরছেন তাসকিন
প্রকাশিতঃ 11:39 am | October 11, 2018

খেলা ডেস্ক, কালের আলো:
আফাগানিস্তান প্রিমিয়ার লিগ’র (এপিএল) চলতি আসরে আর মাঠে নামা হলো না টাইগার স্পিডস্টার তাসকিন আহমেদের। হঠাৎই স্ত্রী’র অসুস্থতার খবর শুনে দেশে ফিরে আসছেন দেশে ফিরে আসছেন তিনি। এর আগে, কান্দাহার নাইটসের হয়ে টুর্নামেন্টের প্রথম আসরে অংশ নিতে ১ অক্টোবর দেশ ছেড়েছিলেন তাসকিন।
৬ ও ৭ অক্টোবর টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচ খেলে দু’টিতেই হারে কান্দাহার নাইটস। যদিও কোনো ম্যাচেই তাসকিন একাদশে ছিলেন না। গতকাল রাতে হঠাৎ খবর পান, স্ত্রী সৈয়দা রাবেয়া অসুস্থ। এরপরই অস্থির হয়ে পড়েন তাসকিন।
উল্লেখ্য, বৃহস্পতিবারও কান্দাহারের ম্যাচ আছে। তবে দেশে ফিরে আসার কারণে টুর্নামেন্টে আর খেলার সুযোগই হল না এই টাইগার পেসারের।
কালের আলো/ওএইচ