অনলাইন জুয়ার প্রচারনা, দুই যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নিল পুলিশ
প্রকাশিতঃ 11:23 pm | August 07, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ
অনলাইনে জুয়ার প্রচারণা চালানোয় দুই যুবককে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
শনিবার (৭ আগস্ট) পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
একজন সচেতন নাগরিক বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে জানান, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার বালিয়াপাড়া গ্রামে দুই যুবক এলাকার কম বয়সী ছেলেদের অনলাইনে জুয়া খেলায় আসক্ত করছেন। তারা নেতৃত্ব দিয়ে অনলাইনে জুয়া খেলাকে এলাকায় জনপ্রিয় করছে এবং নিজেরা তা থেকে আর্থিকভাবে লাভবান হচ্ছে।
ওই যুবকদের কারণে এলাকার অনেক শিশু, কিশোর ও যুবকরা পড়াশোনা ও কাজ ফেলে বিপথগামী হচ্ছেন।
সোহেল রানা বিজ্ঞপ্তিতে জানান, বার্তাটি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লাকে পাঠিয়ে এ বিষয়ে আইনি ব্যবস্থা নিতে নির্দেশনা দেয় মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং। পরে আড়াইহাজার থানার ওসি এটি প্রাথমিকভাবে তদন্ত করেন। পরে তিনি অভিযুক্ত দুই যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন।
এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সহায়তায় এ ধরনের বিপথগামিতা থেকে শিশু কিশোর যুবকদের মুক্ত রাখতে সচেতনতামূলক কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে।
কালের আলো/টিআরকে/এসআইএল