রাজধানীতে মাদকবিরোধী অভিযান, আটক ৪২
প্রকাশিতঃ 3:43 pm | August 07, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ
রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসময় মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪২ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (৬ আগস্ট) সকাল ছয়টা থেকে শনিবার (৭ আগস্ট) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, অভিযানে তাদের কাছ থেকে দুই হাজার ২৩৬ পিস ইয়াবা, ২.২ গ্রাম ৩৫৫ পুরিয়া হেরোইন, ৯১ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও ৬০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮ টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
কালের আলো/টিআরকে/এসআইএল