পরিমণির কস্টিউম ডিজাইনার জিমি আটক

প্রকাশিতঃ 10:24 pm | August 06, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ

মাদক মামলায় গ্রেফতার চিত্রনায়িকা পরীমণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৬ আগস্ট) রাত নয়টার দিকে তাকে আটক করে ডিবি গুলশান বিভাগের একটি টিম।

ডিবি গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তা বলেন, জিমিকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে তাকে পরীমণির সঙ্গে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে।

কালের আলো/টিআরকে/এসআইএল