বনানী থানায় পরীমণি-রাজের বিরুদ্ধে দুই মামলা
প্রকাশিতঃ 6:33 pm | August 05, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
মাদকসহ আটক ঢাকাই সিনেমার বহুল বিতর্কিত ও সমালোচিত নায়িকা পরীমণি ও প্রযোজক নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণে আইনে পৃথক দু’টি মামলা দায়ের করেছে র্যাব।
বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে এসব মামলা দায়ের করা হয় বলে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া নিশ্চিত করেছেন।
এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে র্যাব সদরদফতর থেকে কালো একটি মাইক্রোবাসে তাদের বনানী থানায় নেয়া হয়। পরে তাদেরকে বনানী থানায় হস্তান্তর করে র্যাব।
থানায় মামলার পর তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে নেয়া হতে পারে। এসব বিষয়ে থানা কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি।
কালের আলো/এআরবি/এমএম