মাদকসহ প্রযোজক রাজ আটক, নেওয়া হচ্ছে র‍্যাব সদর দপ্তরে

প্রকাশিতঃ 10:37 pm | August 04, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

আলোচিত প্রযোজক, অভিনেতা ও রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে র‌্যাব।

চিত্রনায়িকা পরীমনিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পাওয়া তথ্যে বুধবার (৪ আগস্ট) রাত সাড়ে ৮টায় থেকে তার বাসায় অভিযান চালায় র‍্যাব।

টানা দুই ঘণ্টার অভিযান শেষে রাজধানীর বনানীর রাজের বাসা থেকে রাত ১০টা ১৫ মিনিটের দিকে তাকে বের করে আনেন র‍্যাবের সদস্যরা।

অভিযানে নজরুল ইসলাম রাজের বাসা থেকে মাদক ও সীসা সেবনের সরঞ্জাম জব্দ করেছে র‍্যাব। রাজকে আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব সদর-দফতরে নিয়ে যাওয়া হয়।

কালের আলো/এসবি/এমএম