টিকিটে ‘বাংলাদেশ’ বানান ভুল থাকায় অনুতপ্ত বিসিবি

প্রকাশিতঃ 4:03 pm | January 18, 2018

স্টাফ রিপোর্টার: টিকিটের গায়ে বাংলাদেশ লিখতে গিয়ে তা হয়ে গেছে বানগ্লাদেশ! আর সেজন্য অনুতপ্ত বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা বিসিবি। ইংরেজিতে বাংলাদেশ বানান, ‘BANGLADESH’ ঠিক এমন। তবে টিকিটে লেখা হয়েছে ‘BNGLADESH’।

আগামীকাল শুক্রবার (১৯ জানুয়ারি) ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ও শ্রীলঙ্কা মধ্যকার ম্যাচের টিকিট নিয়ে এই বিপত্তি দেখা দেয়। যেখানে টিকিটের গায়ে বাংলাদেশ নামের বানান ভুল দেখা গেছে।

ঘটনাটি নিয়ে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুঃখ প্রকাশ করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, শুক্রবারের ম্যাচটির জন্য বানান শুদ্ধ করে নতুন করে টিকিট ছাপানো হয়েছে।

দর্শকদের কাছে চলে যাওয়া টিকিট চাইলে তারা পরিবর্তন করে নিতে পারবেন বলে জানায় বোর্ড।

টিকিট ডিজাইন ও ছাপানোর দায়িত্ব যাদের দিয়েছিল বিসিবি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও বিজ্ঞপিত্তে সুস্পষ্ট জানিয়ে দেওয়া হয়।