দুষ্টকে দমন আর শিষ্টকে পালনের জন্য ডিজিটাল নিরাপত্তা আইন: কাদের

প্রকাশিতঃ 9:12 pm | October 08, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ডিজিটাল নিরাপত্তা আইন দুষ্টকে দমন আর শিষ্টকে পালনের জন্য করা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (৮ অক্টোবর) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপ-কমিটির এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সংসদে পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা বিলে রাষ্ট্রপতির স্বাক্ষরের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই আইনের মাধ্যমে প্রধানমন্ত্রী এই সরকারকে রক্ষার চেষ্টা করেছেন।

এর প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, ‘এই আইনটা কেন করা হয়েছে? মনে আছে গুজব সন্ত্রাসের কথা? ফেসবুকে লাইভ পোস্টে কালো কাপড়ে মুখ পেঁচিয়ে বলেছে, আওয়ামী লীগ অফিসে তাদের রেইপ করছে, এমন আরও আছে, চিত্র নায়িকা, পরে তারা গ্রেফতার হয়েছে।’

‘এসব নাটক সাজিয়েছে তারা, গুজব সন্ত্রাস এখন আন্দোলনের চেয়েও ভয়াবহ এবং সেই কাজটি বিএনপি করে যাচ্ছে।’

‘বলেন আমাকে, আওয়ামী লীগ অফিসে হামলা চালাল, তখন এই পোস্টে দেওয়া হলো। দেশে একটা সরকার আছে, এটা এভাবেই তারা করতে থাকবে? যারা ক্রাইম করছেন? তাই বলে দুষ্টকে দমন করবো না? এই ডিজিটাল নিরাপত্তা আইন দুষ্টকে দমন, শিষ্টকে পালন করার জন্য।’

সংসদ ভেঙে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অভিন্ন কর্মসূচিতে নামতে একমত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘পানি আর তেলে মেশে না। এই জগাখিচুড়ি ঐক্যের কোন ভবিষ্যৎ নেই।’

‘১০বছরে যারা ১০মিনিটও রাস্তায় দাঁড়াতে পারেনি, তারা আন্দোলন করবে; এটা হাস্যকর।’

পরিবহণ কর্মীদের আন্দোলন থেকে সরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘পরিবহণ আইনের জন্য তিন বছর সময় নিয়েছি, স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ আলোচনা করে, এখন আইনটি পাশ হয়েছে। এখন আবার ধর্মঘট। এটা সময় মত দেখবো। তবে এখন ধর্মঘটটা প্রত্যাহার করতে হবে, ধর্মঘটটা প্রত্যাহার করুন।’

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, বাংলাদেশ ব্যংকের সাবেক গর্ভনর আতিউর রহমান, সালমান এফ রহমান, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপকমিটির চেয়ারম্যন কাজী আকরাম উদ্দিন আহম্মেদ, সদস্য সচিব আব্দুস ছাত্তার, সদস্য মীর তোফাজ্জল হোসেন, অর্থ ও পরিকল্পনা উপ কমিটির সদস্য লায়ন মো. ইউসুফ প্রমুখ।

কালের আলো/ওএইচ

Print Friendly, PDF & Email