রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৪৮

প্রকাশিতঃ 4:35 pm | June 23, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

রাজধানীতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য বিক্রি ও সেবনের দায়ে গত ২৪ ঘণ্টায় ৪৮ জনকে গ্রপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে ডিএমপির বিভিন্ন থানায় ৩৯টি মামলা করেছে পুলিশ।

বুধবার (২৩ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২০ জুন) সকাল ৬টা থেকে আজ বুধবার (২৩ জুন) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৫ হাজার ৪৫৫ পিস ইয়াবা, ৩৯৭ গ্রাম হেরোইন, তিন কেজি ৮৩০ গ্রাম গাঁজা, ১৯৮ বোতল ফেনসিডিল ও সাত লিটার দেশি মদ জব্দ করা হয়।

কালের আলো/আরএস/এমএইচএস