মাঝরাতে গুলশানে বখে যাওয়া যুবকদের রেস, গাড়িসহ আটক ৫
প্রকাশিতঃ 8:06 pm | June 21, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
গুলশানে বখে যাওয়া যুবকদের গাড়ির রেস প্রতিযোগীতার নামে উচ্চগতিতে গাড়ি চালানো এবং উচ্চশব্দে হর্ণ বাজানোর অপরাধে পাঁচটি গাড়িসহ চালকদেরকে আটক করেছে পুলিশ।
পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইংয়ে একজন সচেতন নাগরিকের অভিযোগের ভিত্তিতে রবিবার (২০ জুন) রাতে গুলশান বিভাগ ও গুলশান ট্রাফিক বিভাগ যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
সোমবার (২১ জুন) পুলিশ সদরদপ্তর বিষয়টি নিশ্চিত করে জানায়, মহাখালী ফ্লাইওভারের উপরে বনানী থেকে জাহাঙ্গীর গেইট হয়ে বিজয় স্মরনী পর্যন্ত রাস্তায় প্রতি বৃহস্পতিবার মাঝ রাত থেকে প্রায় ভোররাত পর্যন্ত সমাজের বখে যাওয়া কিছু মানুষ অস্বাভাবিক আওয়াজের সাথে অতি উচ্চ গতিতে ড্রাগ রেস নামক গাড়ি রেসের খেলায় মেতে উঠছে যার কারনে রাস্তার উভয় পাশে অবস্থিত বাড়ি ঘরের বাসিন্দাদের জীবন অতিষ্ট হয়ে আছে।
এমন একটি বার্তা বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইংকে পাঠান একজন সচেতন নাগরিক।
পরবতীতে এই অভিযোগের ভিত্তিতে মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং ডিএমপি’র গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার চক্রবর্তীকে এ বিষয়ে ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশনা প্রদান করে।
পুলিশ সদরদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ডিসি গুলশানের বিশেষ উদ্যোগ ও সমন্বয়ে রোববার রাতে গুলশান বিভাগ ও গুলশান ট্রাফিক বিভাগ যৌথভাবে এক বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে উচ্চগতিতে এবং উচ্চশব্দে হর্ণ বাজিয়ে গাড়ি চালানোর প্রতিযোগিতায় লিপ্ত থাকার অভিযোগে পাঁচটি গাড়িসহ চালকদেরকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ সদরদপ্তর।
এছাড়া জনবিরক্তি ও জনউপদ্রব বন্ধে তার দায়িত্বাধীন এলাকায় এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন ডিসি গুলশান।
কালের আলো/ডিআরবি/এমএম