নাসির-অমিসহ ৫ জনকে রিমান্ড চায় পুলিশ
প্রকাশিতঃ 3:40 pm | June 15, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ
ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে চিত্রনায়িকা পরীমণির করা মামলায় গ্রেফতার নাসির উদ্দিন মাহমুদসহ পাঁচজনকে মাদক মামলায় ১০ দিন করে রিমান্ডে চায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (১৫ জুন) ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ ও গণমাধ্যম শাখার অতিরিক্ত উপপুলিশ কমিশনার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার (১৪ জুন) দুপুরে রাজধানীর উত্তরা থেকে চিত্রনায়িকা পরীমণির করা ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার নাসির উদ্দিন মাহমুদসহ পাঁচজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা হয়েছে। সোমবার রাতে মামলাটি দায়ের করা হয়। মামলাটি ডিবি পুলিশ তদন্ত করছে। আসামিদের মঙ্গলবার (১৫ জুন) আদালতে পাঠানো হবে।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবির গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান বলেন, গ্রেফতারদের আদালতে পাঠানো হবে। আদালতে তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।
সোমবার দিনগত রাত ১২টা ৫ মিনিটে ডিবির গুলশান জোনাল টিমের উপ-পরিদর্শক (এসআই) মানিক কুমার সিকদার বাদী হয়ে রাজধানীর বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
এর আগে পরীমণির দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে উত্তরায় অমি’র বাসায় অভিযান চালিয়ে অভিযুক্ত নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ তাদের ৩ রক্ষিতাকে গ্রেফতার করে ডিবি। অভিযানে অমি’র বাসায় তল্লাশি চালিয়ে এক হাজার পিস ইয়াবা, বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়।
সোমবার (১৪ জুন) সকালে সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেন পরীমণি। এর আগে সকালে রূপনগর থানায় লিখিত অভিযোগ করেন তিনি।
জানা যায়, বুধবার (৯ জুন) রাতে ঢাকা বোট ক্লাবে পরীমণিকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয়। রোববার (১৩ জুন) রাতে প্রথমে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি তুলে ধরেন এই অভিনেত্রী। পরে তার নিজ বাসায় সাংবাদিকদের সামনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন।
তিনি অভিযোগ করে বলেন, বুধবার রাতে উত্তরার বোট ক্লাবে ঘটনাটি ঘটে। নাসির উদ্দিন নামে একজন তাকে নেশাজাতীয় কিছু খাইয়ে এ ঘটনা ঘটাতে চেয়েছিলেন।
কালের আলো/টিআরকে/এসআইএল