মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সেনাপ্রধান জেনারেল আজিজের সাক্ষাৎ

প্রকাশিতঃ 6:38 pm | June 03, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :

সরকারি সফরে মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ড.আজিজ আহমেদ দেশটির প্রতিরক্ষামন্ত্রী মারিয়া দিদির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন।

বৃহস্পতিবার (০৩ জুন) সকালে স্থানীয় বান্দারা কোশীর এমএনডিএফ ইন্টিগ্রেটেড সদর দফতরে এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ড. আজিজ আহমেদ মালদ্বীপের রাষ্ট্রপতি সোলিহ, সরকার ও মালদ্বীপের জনগণকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশের জনগণ এবং নিজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান।

প্রতিরক্ষামন্ত্রী মারিয়া করোনা মহামারির দু:সময়েও জেনারেল আজিজের কাছে রাষ্ট্রপতি এবং সর্বাধিনায়ক কমান্ডার-ইন-চিফ মহামহিম ইব্রাহিম মোহাম্মদ সোলির পক্ষে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দু’জনের মধ্যে সশস্ত্র বাহিনী মেডিকেল কলেজের মালদ্বীপের চিকিৎসকদের বরাদ্দ বাড়ানো এবং প্রশিক্ষণের সুযোগসহ মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার ঘনিষ্ঠ সম্পর্ক জোরদারের সাথে সাথে দুর্যোগ ত্রাণ কার্যক্রম ও মানব-পাচার বিরোধী প্রচেষ্টার ক্ষেত্রসমূহ নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

মন্ত্রী মারিয়া ২০০৪ সালের সুনামি থেকে চলমান করোনা মহামাররি পর্যন্ত মালদ্বীপকে উদার সহায়তার জন্য বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং বাংলাদেশের সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে মালদ্বীপের চিফ অব ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আব্দুল্লাহ শামালের আমন্ত্রণে মঙ্গলবার (১ জুন) সন্ধ্যায় মালদ্বীপের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ড. আজিজ আহমেদ। তিনি নয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

সফরকালে সেনাপ্রধান মালদ্বীপ জাতীয় প্রতিরক্ষা বাহিনী সদর দফতর (এমএনডিএফ সদর দফতর), বিভিন্ন সামরিক স্থাপনা এবং প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ মালদ্বীপে বাংলাদেশ হাই কমিশন পরিদর্শন করবেন এবং মালদ্বীপ এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বাংলাদেশ হাই কমিশনারকে সৌজন্য সাক্ষাত করবেন বলে আশা করা হচ্ছে।

কালের আলো/বিএস/এমএম