আজ ২ লাখ ২১ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট এনইসিতে উঠছে
প্রকাশিতঃ 10:25 am | May 18, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
দুই লাখ ২১ হাজার ৫৬০ কোটি টাকার উন্নয়ন বাজেট আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। আগামী ২০২১-২২ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিটি (এডিপি) প্রণয়ন করেছে পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগ।
মঙ্গলবার (১৮ মে) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এনইসি বৈঠকের সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনা। অন্যদিকে শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী অনুমোদন দিলেই আগামী অর্থবছরের উন্নয়ন বাজেটের খসড়াটি চূড়ান্ত হবে।
কার্যক্রম বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে আগামী অর্থবছরে ১৫টি সেক্টরের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে ২ লাখ ২১ হাজার ৫৬০ কোটি ৩৫ লাখ টাকা। আর উন্নয়ন সহায়তা খাতের অনুকূলে বরাদ্দ ১১ হাজার ৪৬৮ কোটি ৯৫ লাখ টাকা। এই খাতের হিসাবে এডিপিতে মোট বরাদ্দ দেওয়া হচ্ছে ২ লাখ ৩৬ হাজার ৭৯৩ কোটি টাকা।
আগামী এডিপিতে কোন খাত কত পাচ্ছে
পরিকল্পনা মন্ত্রণালয় থেকে আগামী এডিপিতে ১৫টি খাতভিত্তিক বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ বরাদ্দের ৫টি খাত হচ্ছে পরিবহন- যোগাযোগ, বিদ্যুৎ-জ্বালানি, গৃহায়ণ ও কমিউনিটি, শিক্ষা এবং স্বাস্থ্য খাত।
১. পরিবহন ও যোগাযোগ খাতে সর্বোচ্চ ৬১ হাজার ৭২১ কোটি টাকা রাখা হচ্ছে। যা মোট বরাদ্দের ২৭.৪৮ শতাংশ।
২. এর পরেই বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ রয়েছে ৪৫ হাজার ৮৬৮ কোটি টাকা বা মোট বরাদ্দের ২০.৪৫ শতাংশ।
৩. গৃহায়ণ ও কমিউনিটি সুবিধাবলি খাতে তৃতীয় সর্বোচ্চ ২৩ হাজার ৮২১ কোটি টাকা বা ১০.৬২ শতাংশ বরাদ্দা থাকছে। এছাড়া শিক্ষায় ২৩ হাজার ১৭৭ কোটি টাকা বা ১০.৪০ শতাংশ এবং স্বাস্থ্য খাতে ১৭ হাজার ৩০৬ কোটি টাকা, মোট বরাদ্দের ৭.৭১ শতাংশ রাখা হচ্ছে।
৪. অন্য খাতের মধ্যে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে ১৪ হাজার ২৭৪ কোটি টাকা, পরিবেশ জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদে ৮ হাজার ৫২৬ কোটি টাকা, কৃষিতে ৭ হাজার ৮৮৫ কোটি টাকা, শিল্পায়ন ও অর্থনৈতিক সেবা: ৪ হাজার ৬৩৭৩ কোটি টাকা, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি খাতে ৩ হাজার ৫৮৬ কোটি টাকা, গণ আদেশ ও নিরাপত্তায় ৩ হাজার ২০৫ কোটি টাকা, সাধারণ সরকারি সেবায় ৩ হাজার ১৩ কোটি টাকা, ধর্ম, সংস্কৃতি ও বিনোদনে প্রায় ২ হাজার ১৯৬ কোটি টাকা, সামাজিক সুরক্ষায় ১ হাজার ৬৪৬ কোটি টাকা, প্রতিরক্ষায় ৯৮৮ কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এর বাইরে বিভিন্ন খাতে উন্নয়ন সহায়তা হিসেবে বিশেষ বরাদ্দ রাখা হচ্ছে ৩ হাজার ৭৬৩ কোটি টাকা।
কালের আলো/এসকে/এমএনএল