ফেরার পর থেকে অনেক ঝড়-ঝাপটা পার হতে হয়েছে : প্রধানমন্ত্রী

প্রকাশিতঃ 4:26 pm | May 17, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার প্রায় ছয় বছর পর দেশে ফেরার সেই দিনটির স্মৃতিচারণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনেক বাধাবিপত্তি অতিক্রম করে দেশে পা রেখে তিনি দেখেছিলেন প্রকৃতিও বিরূপ; ঝড় হচ্ছে ৬০ মাইল বেগে। বিরূপ আবহাওয়ার মধ্যেও পাশে পেয়েছিলেন হাজার হাজার সমর্থককে।

সোমবার(১৭ মে) মন্ত্রিসভা বৈঠকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে চার দশক আগে স্বদেশে প্রত্যাবর্তনের স্মৃতি এভাবেই তুলে ধরেন বঙ্গবন্ধুকন্যা।

শেখ হাসিনা বলেন, ‘তখনকার সরকার কিছুতেই আমাকে আসতে দেবে না। আমার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র, আমাকে চিঠিপত্র পাঠানো, বিভ্রান্ত করার চেষ্টা, অনেক কিছুই করা হয়েছিল।

‘আসার পর অনেক ঝড়ঝাপটা পার হতে হয়েছে এতে কোনো সন্দেহ নাই। তবে এসেছি তো ঝড় মাথায় নিয়েই। সেদিন ৬০ মাইল বেগে ঝড় হচ্ছিল, তখন আমি ট্রাকে। হাজার হাজার মানুষ রাস্তায়।’

প্রধানমন্ত্রী স্মৃতিচারণ করে বলেন, ‘খুনি ও যুদ্ধাপরাধী, যাদের বিচার আমার বাবা শুরু করেছিলেন, তাদের ছেড়ে দেওয়া হয়েছে, তারা তখন ক্ষমতায়। খুনিদের ইনডেমনিটি দেওয়া হয়েছে, তারা ক্ষমতায়। ওই অবস্থায় কিন্তু আমি চলে এসেছিলাম, আমি কোনো কিছুই চিন্তা করিনি। এই স্বাধীনতাকে আমার সফল করতেই হবে—এ রকম একটা প্রতিজ্ঞা সবসময় আমার আর রেহানার (প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা) মধ্যে ছিল।’

তিনি বলেন, ‘বাংলার মানুষের পাশে থেকে মুক্তির সংগ্রামে অংশ নেওয়ার জন্য আমি দেশে এসেছি। আমি আওয়ামী লীগের নেত্রী হওয়ার জন্য আসিনি। আপনাদের বোন হিসেবে, মেয়ে হিসেবে, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী আওয়ামী লীগের কর্মী হিসেবে আমি আপনাদের পাশে থাকতে চাই।’

স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দেশব্যাপী প্রতিবছর বিস্তারিত কর্মসূচি পালন করলেও এবার করোনাভাইরাস পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দিবসটি পালন করছে।

কালের আলো/এসবি/এমএম