শরীয়তপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রকাশিতঃ 5:38 pm | April 16, 2021

কালের আলো সংবাদদাতাঃ

শরীয়তপুর সদর উপজেলার গয়ঘর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে মো. দাদন খলিফা (৩০) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নিহত মো. দাদন খলিফা উপজেলার শৌলপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গয়ঘর গ্রামের সেকেন্দার খলিফার ছেলে। তিনি শৌলপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের শ্রমবিষয়ক সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে ইদ্রিস খার সঙ্গে দাদন খলিফার বাবা সেকেন্দার খলিফার দ্বন্দ্ব চলছিল।বৃহস্পতিবার (১৫এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সাথে সাথেই ওত পেতে থাকা ১০ থেকে ১৫ জন দেশীয় অস্ত্র দিয়ে দাদনকে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা দাদনকে উদ্ধার করে শরীয়তপুর ১০০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে বলেন। পরে ঢাকায় নেওয়ার পথে পোস্তগোলা এলাকায় দাদনের মৃত্যু হয়।

শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তার হোসেন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পঠানো হয়েছে।

কালের আলো/আরএস/এমএইচএস