চাঞ্চল্যকর টিপু হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী ইমনের বিরুদ্ধে স্বাক্ষী গ্রহণ

প্রকাশিতঃ 10:22 pm | April 02, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :

রাজধানীর মোহাম্মদপুর সরকারি কলেজের (সাবেক সরকারি কমার্শিয়াল কলেজ) নির্বাচিত ভিপি ও মেধাবী ছাত্রলীগ নেতা শহীদ সাঈদ আহমেদ টিপু হত্যা মামলার অন্যতম প্রধান আসামি, সরকার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন ওরফে ক্যাপ্টেন ইমনের বিরুদ্ধে স্বাক্ষী গ্রহণ হয়েছে।

বৃহস্পতিবার (০১ এপ্রিল) রাজধানীর জজকোর্ট আদালতে স্বাক্ষী গ্রহণ অনুষ্ঠিত হয়। বিজ্ঞ আদালতে সানজিদুল ইসলাম ইমনের বিরুদ্ধে স্বাক্ষী প্রদান করেন হত্যাকান্ডের অন্যতম প্রত্যক্ষদর্শী শাহরিয়ার মোর্শেদ। আদালত স্বাক্ষী গ্রহণ শেষে জেরার জন্য আগামী সোমবার (০৫ এপ্রিল) পরবর্তী দিন ধার্য্য করেছে আদালত।

আদালত সূত্র জানায়, এই মামলায় প্রধান আসামি সানজিদুল ইসলাম ইমনের বিরুদ্ধে আমরা বিজ্ঞ আদালতের কাছে সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেছি।

জানা যায়, ১৯৯৯ সালের ১৩ মার্চ রাজধানীর খিলক্ষেত এলাকায় হত্যা করা হয় সাবেক ছাত্রলীগ নেতা সাঈদ আহমেদ টিপুকে। স্বাধীনতা উত্তর নিষিদ্ধ ঘোষিত ফ্রিডম পার্টির ধানমন্ডি শাখার কো-অর্ডিনেটর ও ইমন বাহিনীর প্রধান সানজিদুল ইসলাম ইমন ও তাঁর মিত্র শক্তি বিএনপি-জামায়াতের সশস্ত্র ক্যাডাররা তাকে হত্যা করে। পরে জননিরাপত্তা আদালতে এ ঘটনায় মামলা দায়ের করা হয়। মামলা নম্বর- ৩১৭/১১।

এ ঘটনায় মামলা দায়েরের পর ইমন বাহিনীর প্রধান ইমন দেশের বাইরে পালিয়ে যায়। পরে তাকে ভারতে গ্রেফতার করা হয়। বর্তমানে ইমন নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছেন।

বিভিন্ন সূত্র জানায়, শীর্ষ সন্ত্রাসী ইমনের বিরুদ্ধে ঢাকা কলেজের ছাত্র হিমেল হত্যা মামলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আফতাব হত্যা মামলা, জাতীয় পার্টির কর্মী পলাশ হত্যা মামলা, ছাত্রলীগ নেতা অশ্রু হত্যা মামলা, বিমানবন্দরে রহিম হত্যা মামলা, যশোরে জোড়া খুন, ঢাকা কলেজের ছাত্র সুজন হত্যা মামলাসহ একাধিক হত্যা মামলা রয়েছে। এছাড়া স্বাক্ষী গ্রহণের অভাবে অস্ত্র ব্যবসা, ডাকাতি, চাঁদাবাজিসহ বহু মামলার বিচারকাজ স্থগিত রয়েছে।

কালের আলো/ডিএসকে/এমএম