সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে রাওয়ার ভোটগ্রহণ সম্পন্ন
প্রকাশিতঃ 10:13 pm | April 02, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সংগঠন রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (রাওয়া) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০২ এপ্রিল) সকাল ৩ টা থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে।
বিপুল সংখ্যক অবসরপ্রাপ্ত কর্মকর্তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে সন্তোষ প্রকাশ করেছেন।
স্থানীয় সূত্র জানায়, গত ৩৮ বছরে যাবত সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সংগঠন রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (রাওয়া) পথচলা অব্যাহত রয়েছে। সংস্থাটিতে পুরোমাত্রায় পেশাদারিত্ব বজায় রাখতে এবার ব্যাপক উৎসাহ উদ্দীপনায় এই সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়। শুক্রবার (০২ এপ্রিল) ভোটগ্রহণের পর এখন ফলাফলের অপেক্ষায় রয়েছেন ভোটাররা।

কালের আলো/ডিএস/এমএম