ভারতের বীর যোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করলেন সেনাপ্রধান

প্রকাশিতঃ 6:14 pm | March 28, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতের আর্মড ফোর্সের গৌরবোজ্জ্বল ভূমিকা ঐতিহাসিক এক বাস্তবতা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ৫০ বছরের মাথায় সেইসব বীর সেনানীদের অবদান আবারও শ্রদ্ধাভরে স্মরণ করেছেন এবং তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ড.আজিজ আহমেদ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর একটি প্রতিনিধি দল রোববার (২৮ মার্চ) ঢাকা সেনানিবাসস্থ সেনাবাহিনী সদর দপ্তরে সেনাবাহিনী প্রধান জেনারেল ড.আজিজ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় বীর যোদ্ধাদের শ্রদ্ধাভরেই স্মরণ করেন তিনি।

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে আমাদের ৩০ লক্ষ শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভারতীয় আর্মড ফোর্সের ত্যাগ ও অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। সেই সময় ভারতের যে সকল বীরসেনা আত্মত্যাগ করেছেন, তারা আজও বাংলাদেশের জন্য অনুপ্রেরণা।’

ভারতীয় প্রতিনিধি দলের সদস্যরাও বাংলাদেশ সেনাবাহিনী তথা বাংলাদেশের সার্বিক অগ্রযাত্রা ও উন্নয়নের প্রশংসা করেন এবং উত্তরোত্তর উন্নতি কামনা করেন। পরে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ এই বীর সেনানীদের শুভেচ্ছা উপহার প্রদান করেন।

এর আগে রোববার (২৮ মার্চ) সকালে তাঁরা ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্রবাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের পরে প্রতিনিধি দলটি সশস্ত্র বাহিনী বিভাগে প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গেও সৌজন্য সাক্ষাত করেন।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) নারায়ণ শংকর নায়ার এর নেতৃত্বে ৩০ জন মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এবং ৬ জন চাকুরীরত ভারতীয় সামরিক বাহিনীর সদস্য গত ২৫ মার্চ ভারতীয় এই দলটি রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন।

সফরকারী দলটি গত ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে। এছাড়া তাঁরা মুক্তিযুদ্ধে টাঙ্গাইলের কালিহাতী এলাকায় ছত্রীসেনা অবতরণস্থলসহ মুক্তিযুদ্ধ জাদুঘর ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরির্দশন করেন। সফর শেষে প্রতিনিধি দলটি আগামী ২৯ শে মার্চ ভারতে প্রত্যাবর্তন করবেন।

এ সফর বিরাজমান সহযোগিতামূলক এবং ভাতপ্রতিম সম্পর্ককে আরও সুসংহত করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কালের আলো/এমএ/জিকে