সাকিবের জন্মদিনে যা বললেন শাকিব

প্রকাশিতঃ 9:15 pm | March 24, 2021

শোবিজ ডেস্ক, কালের আলোঃ

ক্রিকেট কিংবদন্তি সাকিব আল হাসানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে তার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন ‘ঢালিউড কিং’ শাকিব খান। বিনোদন ও ক্রীড়া জগতের দুই মহারাজকে একই ফ্রেমে দেখে ভালোবাসা আর শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন ভক্তরাও।

বুধবার (২৪ মার্চ) শাকিব খানের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এসকে ফিল্মসের শুভেচ্ছা বার্তা শেয়ার করা হয়। সাকিবকে শুভেচ্ছা জানিয়ে শাকিব লেখেন, ‘সাকিব আল হাসান ক্রিকেটের এক অতিমানব। প্রয়োজনে জ্বলে ওঠেন, প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে ছাড়েন। তাই আমাদের কাছে গর্বের আরেক নাম সাকিব আল হাসান। ক্রিকেটে তার অর্জনে প্রতিনিয়ত আমরা গর্বিত হই! গোটা বিশ্বে তিনি বাংলাদেশের একজন শুভেচ্ছাদূত। সাকিব যেমন ভালো খেলোয়াড়, তেমনি পরিশ্রমী মানুষ। তার জন্মদিনে অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

প্রসঙ্গত, ১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরা জেলায় জম্মগ্রহণ করেন সাকিব আল হাসান। ক্রিকেটের এই অতিমানবের ৩৪তম জন্মদিন আজ। কালের আলোর পক্ষথেকে সাকিবকে জন্মদিনের শুভেচ্ছা।

কালের আলো/এসবি/এলএম