বঙ্গবন্ধু ভারতীয়দের কাছেও বীর: মোদি

প্রকাশিতঃ 3:34 pm | March 17, 2021

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব ভারতীয়র কাছেও বীর।

বুধবার(১৭ মার্চ) এক টুইবার্তায় মোদি বলেন, ‘মানবাধিকার ও স্বাধীনতার রক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে তার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা। সকল ভারতীয় নাগরিকের কাছেও তিনি একজন বীর হিসেবে গণ্য হন। এই মাসের শেষের দিকে ঐতিহাসিক মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সফর করতে পারা আমার জন্য সম্মানের বিষয়।’

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্নজয়ন্তি উদযাপন উপলক্ষে আগামী ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী। করোনা মহামারি শুরুর পর এটিই হবে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম আন্তর্জাতিক সফর।

কালের আলো/এমআরজে/এসআরবি