‘টিকা ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশের প্রশংসা করছে গোটা বিশ্ব’
প্রকাশিতঃ 2:56 pm | March 03, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, নভেল করোনাভাইরাসের টিকা ব্যবস্থাপনা নিয়ে গোটা বিশ্ব বাংলাদেশের প্রশংসা করছে।
বুধবার(০৩ মার্চ) সচিবালয়ে তাঁর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘(দেশে) ৩৩ লাখ মানুষ (করোনার) টিকা নিয়েছেন। সবাই সুস্থ ও নিরাপদ আছেন। কারো কোনো সমস্যা হয়নি, এটাই আমাদের বড় অর্জন।
স্বাস্থ্যমন্ত্রী এ সময় জানান, দেশে করোনার টিকা নেওয়ার জন্য প্রায় ৪৫ লাখ মানুষ নিবন্ধন করেছেন।
এছাড়া সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘টিকা ব্যবস্থাপনা নিয়ে গোটা বিশ্ব আমাদের প্রশংসা করছে। দেশবাসী প্রশংসা করছে।’
তিনি বলেন, ‘আগামী জুন-জুলাইয়ের মধ্যে চার কোটি টিকা কাছে আমাদের কাছে মজুদ হচ্ছে। এর বাইরে কোভ্যাক্স এক কোটি ৯ লাখ টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।’
‘টিকা কেনার জন্য বিশ্বব্যাংক পাঁচশ মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে। এ ছাড়া কয়েকটি আন্তর্জাতিক সংস্থা টিকা কার্যক্রম পরিচালনার জন্য সাড়ে তিন হাজার মিলিয়ন ডলার দিতে চায়, যোগ করেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারতে ৬০ বছর বা এর বেশি বয়সীদের ভ্যাকসিন দেওয়া হয়। আমাদের দেশে এটা অনেক কমিয়ে ৪০ বছরে নিয়ে এসেছি।
তিনি বলেন, ৪০ বছরে নিয়ে আসার কারণে আমাদের ৪ কোটি মানুষকে ভ্যাকসিন দিতে হবে। আমাদের হাতে যদি ভ্যাকসিন বেশি আসে, তাহলে বয়সের বিষয়টি চিন্তা করতে পারব। শিডিউলও পরিবর্তন করতে পারব।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কালের আলো/ডিএসবি/এমএম