করোনাভাইরাসের টিকা নিলেন শেখ রেহানা

প্রকাশিতঃ 10:05 am | February 25, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

করোনাভাইরাসের প্রতিষেধক টিকা নিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী তিনি টিকা নেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগের ফেইসবুক পেইজে শেখ রেহানার টিকা নেওয়ার সময়ের একটি ছবিও প্রকাশ করা হয়েছে। অনেকেই ছবিটি শেয়ার করেছেন, অভিনন্দন জানিয়েছেন। ফলে ছবিটি রীতিমত ভাইরাল হয়ে গেছে।

কালের আলো/ডিএসবি/এমএম