ঘুমধুম সীমান্তে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা যুবক নিহত

প্রকাশিতঃ 1:33 pm | February 08, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন রোহিঙ্গা নিহত হয়েছেন।

রোববার (০৭ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে নাইক্ষ্যংছড়ির আমতলী রেজু সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই বিজিবি সদস্য আহত হয়েছেন।

নিহতরা হলেন- মো. জোবায়ের ও দিন মোহাম্মদ।

বিজিবির দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী। নিহতদের কাছ থেকে এক লাখ পিস ইয়াবা, ২টি একনলা বন্দুক এবং ৬টি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

কালের আলো/ডিএসবি/এমএইচ