খালেদা রাজাকারতন্ত্রের মা আর গণতন্ত্রের সৎ মা : ইনু
প্রকাশিতঃ 3:06 pm | August 24, 2018

কুষ্টিয়া সংবাদদাতা, কালের আলো:
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি এমন একটা দল, যে দলের সঙ্গে গণতন্ত্র শব্দটি যায় না। তাদের নেত্রী খালেদা জিয়া গণতন্ত্রের ‘মা’ নন, তিনি আসলে জঙ্গি ও রাজাকারতন্ত্রের মা আর গণতন্ত্রের সৎ মা।
বিএনপি গণতন্ত্র নিয়ে মাথা ঘামাচ্ছে না বলে মন্তব্য করে তিনি বলেন, আসলে সাজাপ্রাপ্ত খালেদার নিঃশর্ত মুক্তির দাবিতে হইচই করছে বিএনপি।
শুক্রবার (২৪ আগস্ট) কুষ্টিয়ার ভেড়ামারায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী এসময় আরও বলেন, গণতন্ত্র হত্যা, নির্বাচন বানচাল ও খুনিদের রক্ষা করাই বিএনপির একমাত্র কাজ।
এ সময় ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন এবং জাসদ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কালের আলো/এসএ