শেখ হেলালের মা রাজিয়া নাসের আর নেই

প্রকাশিতঃ 10:19 am | November 17, 2020

কালের আলো সংবাদদাতা:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মা মোসা. রাজিয়া নাসের (৮৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৮টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মোসা. রাজিয়া নাসের দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) জোহরের নামাজের পর রাজধানীর বনানী মসজিদে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

এদিকে, শেখ রাজিয়া নাসেরের মৃত্যুর সংবাদে বাগেরহাট জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমার পাঁচ ছেলের মধ্যে বড় ছেলে শেখ হেলাল উদ্দিন বাগেরহাট-১ আসনের এমপি। শেখ সালাউদ্দিন জুয়েল খুলনা-২ আসনের এমপি। এছাড়াও শেখ হেলাল উদ্দীন এমপির ছেলে শেখ তন্ময় বাগেরহাট-২ আসনের এমপি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন চাচি ও শেখ হেলালের মায়ের মৃত্যুতে তাৎক্ষণিকভাবে শোক প্রকাশ করেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার তালুকদার, খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক ও বাগেরহাট পৌর প্যানেল মেয়র তালুকদার আব্দুল বাকী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন প্রমুখ।

কালের আলো/এসকেএ