জাতীয় সমবায় পুরস্কার পেল পুলিশ কো-অপারেটিভ সোসাইটি
প্রকাশিতঃ 5:11 pm | November 07, 2020

নিজস্ব প্রতিবেদক কালের আলো:
বাংলাদেশ পুলিশ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (পলওয়েল) ‘জাতীয় সমবায় পুরস্কার ২০১৯’ এ ভূষিত হয়েছে।
আরও পড়ুনঃ বঙ্গবন্ধুর স্বপ্নের সমবায়ের পথচলায় প্রধানমন্ত্রীর ঔদার্য্যের আলোকপাত সচিব রেজাউল আহসানের
শনিবার(০৭ নভেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ শ্লোগানে ৪৯তম জাতীয় সমবায় দিবস ২০২০ এবং জাতীয় সমবায় পুরস্কার ২০১৯ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ পুরস্কার প্রদান করেন।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও পলওয়েল এর চেয়ারম্যান ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এ পুরস্কার গ্রহণ করেন। এ সময় পলওয়েল এর ম্যানেজিং ডিরেক্টর ও র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ উদ্যোগী হয়ে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
পলওয়েল ‘কর্মকর্তা/কর্মচারী, পরিবহন শ্রমিক’ সমবায় শ্রেণিতে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে জাতীয় সমবায় পুরস্কার অর্জন করেছে। পুরস্কার হিসেবে একটি স্বর্ণপদক এবং সম্মাননা পত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রেজাউল আহসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি। এ সময় সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

কালের আলো/এনএল/এমএইচএ