গৌরীপুরে জঙ্গলে মিলল গৃহবধুর লাশ
প্রকাশিতঃ 6:58 pm | July 22, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহের গৌরীপুরে নিখোঁজের দু’দিন পর জঙ্গল থেকে বেগম (৪০) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ধূরুয়া আগপাড়া গ্রামের স্থানীয় মীর বাড়ির জঙ্গল থেকে ওই গৃহবধুর লাশ উদ্ধার করা হয়।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে প্রতিবেশীর জঙ্গলে কাঁথা দিয়ে মুড়ানো অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।
গৃহবধুর স্বামী ছিদ্দিকুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যার পর থেকে তার স্ত্রী বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
কালের আলো/ওএইচ