আগস্টের প্রথম প্রহরে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের মোমবাতি প্রজ্বলন
প্রকাশিতঃ 6:48 am | August 01, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
শোকের মাস আগস্টের প্রথম প্রহরে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচী পালন করেছে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ।
শনিবার (১ আগস্ট) প্রথম প্রহরেই ময়মনসিংহ জেলা ছাত্রলীগ নেতা তানভীর যোবায়ের ইসলাম তারিন এর নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ১০০ টি মোমবাতি প্রজ্বলন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় ছাত্রলীগ নেতা তানভীর যোবায়ের ইসলাম তারিন বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের ঘোষিত সাংগঠনিক কর্মসূচি অনুযায়ী শোকাবহ আগস্টের প্রথম প্রহরে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আলোক শিখা প্রজ্বলন কর্মসূচী পালন করেছে।
তিনি আরও বলেন, ১৯৭৫ এর ১৫ই আগস্টে দেশ-বিদেশের ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে সপরিবারে নির্মম ভাবে হত্যা করা হয়। জাতির জনকের খুনিদের বিচার হলেও অনেকে দেশের বাহিরে আত্বগোপন রয়েছে। এ সকল খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে সরকারের প্রতি রায় কার্যকরের আহবান জানায় ছাত্রলীগ এ নেতা।
এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা অমিত সাহা, আজিম উদ্দিন, কাজী রাফিউল করিম, নাঈম শান্ত, নাদিম হোসাইন, জিহান মন্ডল, প্রকাশ সরকার ও প্রমুখ।
কালের আলো/এসবি/এমআরকে