২০০ টাকার জন্য একই পরিবারের চারজনকে হত্যা!
প্রকাশিতঃ 9:30 am | July 20, 2020

কালের আলো সংবাদদাতাঃ
টাঙ্গাইলের মধুপুরে একই পরিবারের চারজনকে হত্যার মূল আসামি সাগর আলীকে (২৭) গ্রেফতার করেছে র্যাব।
রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় মধুপুর উপজেলার পৌরসভার ব্রাহ্মণবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মেজর আবু নাঈম মো. তালাত এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত সাগর ওই এলাকার মগবর আলীর ছেলে।
মেজর আবু নাঈম মো. তালাত বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর এই হত্যাকাণ্ড ঘটনোর কথা স্বীকার করেছে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বাহ্মণবাড়ি মজিদ চালার তার বোনের বাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, নিহতদের ব্যবহৃত মোবাইল, টিভি ও কিছু কাপড় চোপড় উদ্ধার করে।
তিনি জানান, হত্যাকাণ্ডে নিহত ওসমান গনি (৪৫) সুদের ব্যবসা করতেন। আসামি সাগর আলীর সঙ্গে তার সুদের লেনদেন ছিল। সাগর বেশ কয়েকবার সুদের টাকা দিতে ব্যর্থ হয়। গত মঙ্গলবার (১৪ জুলাই) পুনরায় দুইশ টাকার জন্য গেলে সাগরকে বকাঝকা করে তাড়িয়ে দেয় গনি। এতে সাগর ক্ষিপ্ত হয়ে অপর এক সহযোগীকে নিয়ে হত্যা এবং টাকা পয়সা লুটের পরিকল্পনা করে।
পরিকল্পনা অনুযায়ী সাগর তার সহযোগীকে নিয়ে বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে গনির বাসায় যায়। তার আগে সাগরের সহযোগী বাজার থেকে চেতনানাশক নিয়ে আসে। পরিচিত হওয়ায় সাগর খুব স্বাভাবিকভাবেই গনির বাসায় ঢোকার অনুমতি পায়। এরপর আকস্মিকভাবে চেতনানাশক ব্যবহার করে তাকে অচেতন করে। ঘুমে থাকায় গনির স্ত্রী তাজিরন বেগম (৩৭), ছেলে তাইজুল (১৬) ও মেয়ে সাদিয়াকেও (১০) অচেনত করে ফেলে। এরপর তাদের বাসায় ব্যবহৃত কুড়াল এবং নিজেদের নিয়ে যাওয়া ধারালো অস্ত্র দিয়ে চারজনকে কুপিয়ে হত্যা করে।
এ হত্যাকাণ্ডের মূল আসামির সহযোগীকেও গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, গত ১৭ জুলাই সকালে টাঙ্গাইলের মধুপুর পৌরসভার উত্তরা আবাসিক এলাকার একতলা একটি বাসা থেকে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওইদিন রাতেই নিহত ওসমান গনি মিয়ার বড় মেয়ে সোনিয়া বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মধুপুর থানায় মামলা দায়ের করেন।
কালের আলো/বিএস/এমএম