মোহাম্মদপুরে আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেফতার

প্রকাশিতঃ 4:30 pm | July 11, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। এসময় তার কাছ থেকে জঙ্গি কার্যক্রমে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও একটি মোবাইল সিম কার্ড উদ্ধার করা হয়।

শনিবার (১১ জুলাই) এটিইউ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, শুক্রবার (১০ জুলাই) দিনগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মুহাম্মদ ওয়ালি উল্লাহ (৪২) নামে আনসারুল্লাহ বাংলা টিমের ওই সদস্যকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে এটিইউ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মুহাম্মদ ওয়ালি উল্লাহকে গ্রেফতার করা হয়েছে। এ সময় অজ্ঞাত নামা আরো ৫/৭ জন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

ওয়ালি উল্লাহ আনসারুল্লাহ বাংলা টিমের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা (নং-৪৬) দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কালের আলো/এমকে/ওএইচ