ময়মনসিংহে মোটর বাইক রাইডসে’র উদ্বোধন

প্রকাশিতঃ 1:10 am | July 14, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে ময়মনসিংহে মোটর বাইক রাইডসের উদ্বোধন হয়েছে।

শুক্রবার (১৩ জুলাই) বিকেলে নগরীর বড় বাজার এলাকায় এই রাইডসের উদ্বোধন করা হয়। এই রাডসে ৫০ জন মোটর বাইকার ও ২০ জন বাইসাইকেল চালক অংশগ্রহণ করেন।

এদিন বিকেল সাড়ে ৪ টা থেকে সাড়ে ৬ টা পর্যন্ত এই রাইডস চলে। স্থানীয় কেবি রাইডস গ্রুপ এই খেলার আয়োজন করে। আর স্পন্সর করেন পাঠান মটরস।

কেক কেটে এই রাইডসের উদ্বোধন করেন টংলি পাওয়ার টেকনোলজি বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওয়ানজি বাই, মাইকেল ইঞ্জিনিয়ার ও ইউ সাও গং, পাঠান মটরসের স্বত্ত্বাধিকারী রুবেল পাঠান, আয়োজক সাফিন প্রমুখ।

স্পন্সর প্রতিষ্ঠান পাঠান মটরসের স্বত্ত্বাধিকারী রুবেল পাঠান বলেন, তরুণ প্রজন্ম মাদকের কালো থাবার মুখে পড়েছে। এই কারণে তাদেরকে খেলাধূলামুখী করতে আমরা এই ধরণের কার্যক্রমে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি।

কালের আলো/ওএইচ