চাকরি দেওয়ার নামে প্রতারণা, মিরপুর থেকে গ্রেফতার ৩
প্রকাশিতঃ 4:35 pm | July 10, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
চাকরির নামে প্রতারণার অভিযোগে রাজধানীর মিরপুর থেকে তিন প্রতারককে গ্রেফতার করেছে র্যাব-৪। বৃহস্পতিবার(০৯ জুলাই) মিরপুর ডিওএইচএস এলাকা থেকে ভূইয়ান এয়ার কার্গো ইন্টারন্যাশনাল নামক প্রতিষ্ঠান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মোঃ সামছুর রহমান, মোঃ ইউসুফ আহম্মেদ শাহীন ও মোঃ রাসেল আহমেদ।
এ সময় র্যাব ওই প্রতিষ্ঠানের অফিস থেকে প্রতারণার শিকার ১৬ ভুক্তভোগীকে উদ্ধার করে।
র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অতিঃ পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ ও সিনিঃ এএসপি উনু মং এর নেতৃত্বে পল্লবী থানাধীন মিরপুর ডিওএইচএস এলাকায় ভূইয়ান এয়ার কার্গো ইন্টারন্যাশনাল নামক একটি কোম্পানীতে অভিযান পরিচালনা করা হয়।
ঘটনাস্থল হতে গ্রেফতারকৃতদের কাছ থেকে নোট প্যাড, কাস্টমস সিকিউরিটি সার্ভিস লেখা জীবন বৃত্তান্তের বই ও অঙ্গীকারনামা বই, প্রতারিত ব্যক্তিদের নিয়োগপত্র, ভিজিটিং কার্ড, বিভিন্ন প্রতারিত ব্যক্তিদের নামের আইডি কার্ড, ক্যাশ বই, সিপিইউ, মনিটর, ল্যাপটপ জব্দ করা হয়।
র্যাব জানায়, এই প্রতারক চক্র মধ্যশিক্ষিত বেকার ও নিরীহ যুবকদের চাকুরী দেওয়ার নাম করে দীর্ঘদিন থেকে সাধারণ চাকরি প্রত্যাশীদের থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন ও সংশ্লিষ্ট অন্যান্য প্রতারক চক্রদের বিরুদ্ধে তদন্ত এবং গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে র্যাব।
কালের আলো/এসবি/এমএইচএ