বান্দরবানে জেএসএস এর দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ৬
প্রকাশিতঃ 9:55 am | July 07, 2020

কালের আলো সংবাদদাতা:
বান্দরবান সদর উপজেলার বাগমারা এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের দুই গ্রুপের গোলাগুলিতে ৬ জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার(০৭ জুলাই) সকাল ৭টার দিকে জেলা সদরের বাগমারা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা সবাই জেএসএস এমএন লারমা গ্রুপের সদস্য বলে জানা গেছে।
নিহতরা হলেন, জেএসএস সংস্কার এর জেলা সভাপতি রতন তঞ্চঙ্গ্যা, সহসভাপতি প্রজিত চাকমা, সদস্য ডেবিট বাবু, মিলন চাকমা, জয় ত্রিপুরা ও দিপেন ত্রিপুরা। গুলিবিদ্ধ দু’জন হলেন, বিদ্যুৎ ত্রিপুরা ও নিরু চাকমা।
জানা যায়, মঙ্গলবার ভোরে পার্বত্য জনসংহতি সমিতি (জেএসএস) এর মূল ও সংস্কার দুই গ্রুপের মধ্যে গুলি বিনিময়ের হয়। এ ঘটনায় জেএসএস-এর সংস্কার গ্রুপের ৬ জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও ২ জন।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।
কালের আলো/এসবি/এমআরকে