করোনা আক্রান্ত মমেক অধ্যক্ষকে হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে

প্রকাশিতঃ 8:34 pm | July 02, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

করোনায় আক্রান্ত ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ চিত্তরঞ্জন দেবনাথকে উন্নত চিকিত্সার জন্য বিমান বাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে।

আরও পড়ুন: করোনা আক্রান্ত মমেক অধ্যক্ষকে হেলিকপ্টারে ঢাকায় এনে ল্যাবএইডে ভর্তি

বৃহস্পতিবার(০২ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান কালের আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার(৩০ জুলাই) ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ চিত্তরঞ্জণ দেবনাথের করোনার পজিটিভ রিপোর্ট আসে এবং বুধবার(০১ জুলাই) পজিটিভ ফল আসে মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত তাঁর ছেলে, মেয়ে এবং স্ত্রীর।

কালের আলো/এনবি/এমএইচএ