র‌্যাবের পৃথক অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, সন্ত্রাসী সোহেলসহ গ্রেফতার ৪

প্রকাশিতঃ 8:12 pm | June 28, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪ এর অভিযানে অস্ত্র ও মাদকসহ দুর্ধর্ষ সন্ত্রাসী সোহেল মিয়া আটক হয়েছেন।

শনিবার(২৭ জুন) গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর শাহ্ আলী থানার মিরপুর বেরীবাধ এলাকায় অভিযান পরিচালনা করে ১টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ২ রাউন্ড গুলি এবং ৫০০ পিস ইয়াবাসহ দুর্ধর্ষ সন্ত্রাসী সোহেল মিয়াকে আটক করে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী সোহেল মিয়া ডাকাত দল আল-আমিন গ্রুপের সক্রিয় সদস্য। গ্রুপটি তুরাগ নদীতে ট্রলারে ডাকাতির পাশাপাশি ভবনীপুর ও বিরুলিয়া এলাকায় চাঁদাবাজি ও মাদক ব্যবসা করে আসছে। এছাড়া আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, চাঁদাবাজী, খুন ও মারামারির একাধিক মামলা রয়েছে।

অপরদিকে, রোববার(২৮ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি দল রাজধানীর দারুস সালাম থানার গাবতলী যমুনা সিএনজি স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে ৪৩৮ বোতল ফেনসিডিল এবং মাদক বহনের কাজে ব্যবহৃত পিকআপসহ মাদক কারবারি মোঃ সোহেল রানা (২৬), মোঃ আমজাদ (২৮) ও মোঃ শাহ আলমকে (৪৫) গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে র‌্যাব।

কালের আলো/এমআর/এমএইচএ