সমাবেশের অনমুতি না পেয়ে বিক্ষোভের ডাক বিএনপির

প্রকাশিতঃ 3:04 pm | July 06, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে এবং জামিনের আদেশ স্থগিতের প্রতিবাদে সমাবেশের অনমুতি না পেয়ে বিক্ষোভের ডাক দিয়েছে দলটি। রবিবার ঢাকা মহানগরীর থানায় থানায় এই বিক্ষোভ করবে তারা।

শুক্রবার সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী জানান, আমরা যে সমাবেশ করতে চেয়েছিলাম, পুলিশ তার অনুমতি এখনও দেয়নি, এ কারণে কর্মসূচি আবার পাল্টাতে বাধ্য হয়েছি। আগামী রবিবার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে বিক্ষোভ কর্মসূচি পালনের জন্য অনুরোধ করা হলো। এছাড়া পূর্বঘোষিত প্রতীকী অনশন কর্মসূচি ৯ জুলাই হবে বলেও তিনি জানান। তবে শুক্রবার পর্যন্ত ওই কর্মসূচিরও অনুমতি পাওয়া যায়নি বলে তিনি জানান।

এর আগে গত ২ জুলাই বিএনপি এই সমাবেশের ডাক দিয়েছিল। সেদিন তারা ৫ জুলাই বৃহস্পতিবার সারাদেশে প্রতিবাদ সমাবেশ এবং ৯ জুলাই সোমবার ঢাকায় প্রতীকী অনশন কর্মসূচি করার কথা জানায়। তবে ৫ জুলাই বৃহস্পতিবার সমাবেশ করতে না পেরে শনিবার সমাবেশের ডাক দেয়া হয়। আর একদিন পরেই নতুন কর্মসূচির ঘোষণা হলো।

গত ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের কারাদণ্ড পাওয়ার পর থেকে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন খালেদা জিয়া। আর তার মুক্তির দাবিতে শুরুতে বিএনপি টানা নানা কর্মসূচি নিলেও ইদানীং এতে ভাটা পড়েছে। দণ্ড হওয়া মামলাটিতে আপিল করার পর জামিন পেলেও খালেদা জিয়ার বিরুদ্ধে আরও ছয়টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে। আর এর মধ্যে ২০১৫ সালে বিএনপির আন্দোলনের সময় কুমিল্লায় বাসে পেট্রল বোমা হামলার ঘটনায় করা একটি মামলায় হাইকোর্টের দেয়া জামিন সম্প্রতি স্থগিত হয়েছে আপিল বিভাগে।

কালের আলো/এমএস