শিক্ষামন্ত্রীর নামে ফেসবুকে ১১ ভুয়া আইডি পেজ ও গ্রুপ, থানায় জিডি

প্রকাশিতঃ 10:47 am | June 23, 2020

কালের আলো সংবাদদাতা:

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নামে ফেসবুকে ১১টি ভুয়া আইডি, পেজ ও গ্রুপের বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে।

রোববার(২১ জুন) শিক্ষামন্ত্রীর পক্ষে চাঁদপুর সদর মডেল থানায় জিডি করেন পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার। জিডিতে শিক্ষামন্ত্রীর নামে ৩টি ভুয়া ফেসবুক আইডি, ৫টি ফেসবুক পেজ এবং ৩টি ফেসবুক গ্রুপের লিংক দেয়া হয়েছে।

জিডিতে উল্লেখ করা হয়, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নামে অজ্ঞাত ব্যক্তিরা ফেসবুক আইডি, পেজ এবং গ্রুপ খুলে মিথ্যা প্রচারণা এবং নানারকম বিভ্রান্তিকর পোস্ট দিয়ে যাচ্ছে। এসব ফেসবুক আইডি, পেজ এবং গ্রুপের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

জিডিকারী রতন কুমার মজুমদার বলেন, শিক্ষামন্ত্রী আমাদের চাঁদপুরের গর্ব। তার নামে ভুয়া আইডি, পেজ ও গ্রুপ খুলে নানা ধরনের অপপ্রচার হবে এটি হতে পারে না। আমি একজন শিক্ষক হিসেবে এটি আমাকে ব্যথিত করেছে, মর্মাহত করেছে। তাই আমি জিডি করেছি।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ওসি মো. নাছিম উদ্দিন বলেন, থানায় একটি জিডি হয়েছে। এখন আমরা আইনগত ব্যবস্থা নেব। আমরা আদালত থেকে অনুমতি নিয়ে লিংকগুলো আইসিটি ডিভিশন বা বিটিআরসিতে পাঠাবো।

কালের আলো/এসবি/এমআরকে